‘খালেদা জিয়াকে আইনের আওতায় আনা হবে’
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশ ও স্বাধীনতাবিরোধী বক্তব্যের জন্য খালেদা জিয়াকে বিচারের আওতায় আনা হবে।
জেলা শিল্পকলা একাডেমিতে বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি প্রেস ক্লাব আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, দেশ ও স্বাধীনতাবিরোধী চক্রের সঙ্গে মিলিত হয়ে খাদেলা জিয়াও এখন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তিনি এখন দেশ ও স্বাধীনতাবিরোধী বক্তব্য দিচ্ছেন।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে বলে মন্তব্য করেন তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় পরিবেশ পদক পাওয়ায় অ্যাডভোকেট মনজিল মোরশেদকে সম্মাননা প্রদান করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
প্রেস ক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়ুয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম-সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সুলতান হোসেন খান, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আফজাল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল।
বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেস ক্লাব সহসভাপতি কাজি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাড. আক্কাস সিকদার প্রমুখ।
মন্তব্য চালু নেই