খালেদা খারাপ সময়ে ভালো কথা বলেছেন: সুরঞ্জিত

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ২০১৮ সালের আগে নির্বাচন নিয়ে কোন আলোচনা হবে না।

তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘আপনি খারাপ সময়ে ভালো কথা বলেছেন। ২০১৫ সালে এ বিষয়ে কোনো আলোচনা হবে না। ২০১৮ সালের শেষদিকে আপনার প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে।’

সুরঞ্জিত সেনগুপ্ত আজ শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চলমান রাজনীতি বিষয় নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
‘বঙ্গবন্ধু একাডেমী’ এ আলোচনা সভার আয়োজন করে।

সংগঠনের উপদেষ্টা সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম এমপি, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বেগম খালেদা জিয়া হঠাৎ করেই সংবাদ সম্মেলন করে অনেক মন্তব্য করেছেন। তিনি নির্বাচনী আইন সংশোধন, নির্দলীয় সরকার, আলোচনার কথা বলেছেন। ভালো কথা বলেছেন। কিন্তু এ নিয়ে এখন কোনো আলোচনা হবে না। আপনাকে অপেক্ষা করতেই হবে।

তিনি বলেন, আপনি যখন সাত দফা দিয়েছেন, আপনার শুভবুদ্ধির উদয় হয়েছে। আপনাকে চার বছর অপেক্ষা করতেই হবে। চার বছর বেশি সময় না। দেশ এখন এগিয়ে যাচ্ছে।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ৫ জানুয়ারিকে আমরা গণতন্ত্র রক্ষা দিবস মনে করি। যথাসময়ে ৫ জানুয়ারি সমাবেশ হবে। আপনারা তো অনেক চেষ্টা করেছেন।

বিদেশীরা ৫ জানুয়ারির নির্বাচন মেনে নিয়েছে। ৫ জানুয়ারি সমাবেশ নিয়ে ঝামেলা করবেন না। সভা নিয়ে অশান্তি করবেন না। আওয়ামী লীগের এই সমাবেশ বানচাল করার সাধ্য কারো নাই।



মন্তব্য চালু নেই