খালেদা ক্ষমতায় আসলে চোর বাড়ে

বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, শেখ হাসিনা নেতৃত্বে দেশে উন্নয়ন হয়, বিদেশে বাংলাদেশের সম্মান বাড়ে। দেশের গরীব ও অসহায় জনগণ বিভিন্ন সুবধা পায়। আর খালেদা জিয়া ক্ষমতা আসলে দেশে চোরের সংখ্যা বাড়ে। দুর্নীতি ও লুটপাটের উৎসব চলে। তারেক জিয়া ডাকাত উৎপাদন করেন।’

শনিবার দুপুরে নোয়াখালীর চাটখিল উপজেলার নয়নপুরে চাটখিল-২ বৈদ্যুতিক উপকেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসলে গরীব বাঁচে, দেশের উন্নয়ন ও সম্মান বাড়ে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, তখন বিরোধী অপশক্তিরা বিদেশে বসে দেশকে পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে।’

চাটখিল ও সোনাইমুড়িবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের এ অঞ্চল বিশেষ করে নোয়াখালীর মানুষেরা স্বজনদের প্রতি আন্তরিক। তারা একে অপরকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে সহযোগিতা করে। এখানকার মানুষের মেধা ও ইচ্ছা শক্তিও প্রবল। যা তাদের দ্রুত উন্নয়নের দিকে নিয়ে যায়।’

এ সময় তিনি চাটখিল ও সোনাইমুড়ির জনগণের জন্য আরও ১শ’ কিলোমিটার বৈদ্যুতিক লাইন ও দুটি সাব-স্টেশন নির্মাণের ঘোষণা দেন। পাশাপশি গ্লোব শিল্প গ্রুপের মতো নোয়াখালীতে পরিকল্পিতভাবে আরও শিল্প কলকারখানা গড়ে তুললে আরও বেশী বেশী গ্যাস সংযোগ দেয়ার প্রতিশ্রুতিও দেন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জাহাঙ্গীর আলমের সভাপতি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহীম।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন প্রমুখ।



মন্তব্য চালু নেই