খালেদা উত্তরপাড়ার দিকে তাকিয়ে

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সেনাবাহিনীর দিকে ইঙ্গিত করে বলেছেন, বিএনপির নেত্রী খালেদা জিয়া ক্ষমতায় যাওয়ার জন্য ‘উত্তর পাড়ার’ দিকে তাকিয়ে আছেন।

রোববার বিকেলে রাজধানীর খামারবাড়ীতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।

শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া মুখে গণতন্ত্রের কথা বলেন, আর ক্ষমতায় যাওয়ার জন্য তাকিয়ে থাকেন উত্তর পাড়ার দিকে। তারা ক্ষমতায় বসিয়ে দেয় কি না। যদি ওই দিক থেকে এসে কিছু একটা করে! কিন্তু সেই আশা করে লাভ হবে না।’

তিনি বলেন, ‘কেউ যদি সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করে, তার জন্য ক্যাপিটাল পানিশমেন্টের (সর্বোচ্চ শাস্তি) ব্যবস্থা করা হয়েছে। সংবিধান সংশোধন করে। যাদের দিকে খালেদা তাকিয়ে আছেন তারাও এটা জানেন।’

সংবিধান সংশোধনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘অবৈধভাবে ক্ষমতা দখল করলে ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থা করা হয়েছে। এরা যাদের ভরসা করছেন, তারাও এটা জানেন। জিয়া, এরশাদ, মঈনউদ্দিনের পরিণতি কি হয়েছে।’

একাত্তর সালে পাকিস্তানিরা যেভাবে বাঙালির ওপর গণহত্যা চালিয়েছে ঠিক একইভাবে দেশে এখন খালেদা জিয়া গণহত্যা চালাচ্ছেন বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা আরো বলেন, ‘সুশীল সমাজের যারা পরামর্শ দেন এভাবে হরতাল-অবরোধ দিয়ে ছেলে-মেয়েদের এসএসসি পরীক্ষায় বাধা দেয়া এবং মানুষ পুড়িয়ে মারার বিরুদ্ধে তারা কোনো কথা বলছেন না। তারাও তাকিয়ে আছেন ওই দিকে (উত্তর পাড়া)। ওখান থেকে এসে যদি কিছু একটা হয়, তাহলে তারা (সুশীল সমাজ) পতাকা পাবেন। এ জন্য তারা এর বিরুদ্ধে কথা বলছেন না। ভেবেছিলাম ড. কমাল হোসেন এসএসসি পরীক্ষার দিন হরতাল না দেয়ার কথা বলবেন। কিন্তু খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তিনি এ ব্যাপারে কিছুই বলেননি।’

শেখ হাসিনার সভাপতিত্বে এই আলোচনা সভায় আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমদ ও সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ও শেখ ফজলুল করিম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক রাহাত খান প্রমুখ।

আলোচনা সভা পরিচালনা করেন দলের প্রচার ও প্রকাশনা ড. হাছান মাহমুদ ও উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসিম কুমার উকিল।



মন্তব্য চালু নেই