খালেদা অসুস্থ, তাই…
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ। তাই আজ বৃহস্পতিবার বকশীবাজারে অবস্থিত বিশেষ জজ আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় হাজিরা দিতে যাচ্ছেন না। এ ব্যাপারে তিনি তার আইনজীবীদের মাধ্যমে একটি লিখিত আবেদন আদালতে পেশ করার জন্য পাঠিয়েছেন।
বৃহস্পতিবার সকালের দিকে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউ্ল্লাহ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খালেদা জিয়া এই মুহূর্তে অসুস্থ। তার ঠান্ডাজনিত রোগ হয়েছে। চিকিৎসা চলছে। এ অবস্থায় তিনি আদালতে হাজিরা দিতে উপস্থিত হবেন না। এ জন্য তিনি একটি লিখিত আবেদন দিয়েছেন আদালতে। সেটি আদালতে পেশ করা হবে, যেন আদালত সন্তুষ্ট থাকেন।
কয়েক বছর ধরে খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্টসংক্রান্ত দুর্নীতির দুই মামলায় ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতে বিচারকাজ চলছে। তিনি কিছুদিন আগে লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। দেশে ফিরে তিনি নাইকো দুর্নীতির মামলায় ঢাকার বিচারিক আদালতে হাজিরা দিয়ে জামিন নিয়েছেন।
মন্তব্য চালু নেই