‘খালেদার স্বপ্ন ছিল বোম্বের নায়িকা হবেন’

জাতীয় সংসদে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নায়িকা হওয়ার স্বপ্নের গল্প শুনালেন নৌমন্ত্রী শাহজাহান খান। এ নিয়ে উপস্থিতরা হাস্যরসও করেন।

মঙ্গলবার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এ গল্প বলেন মন্ত্রী।

তিনি বলেন, ‘মাননীয় স্পিকার, আজকে আমি একজন নায়িকার গল্প শুনাবো। তার জন্ম হয়েছিল ভারতের জলপাইগুঁড়িতে। তার স্বপ্ন ছিল বোম্বের নায়িকা হবার। সে জন্য তিনি বাড়ি থেকে পালিয়েছেন। কিন্তু বিধি বাম! তিনি ধরা পড়ে গেলেন, তার স্বপ্ন ভেঙে যায়। তার আর নায়িকা হওয়ার স্বপ্ন পূরণ হলো না। তবে তিনি এখন বাংলাদেশের রাজনীতিতে এক মিথ্যাচারিনী খল নায়িকা ও জঙ্গিবাদের নেত্রীতে অবতীর্ণ হয়েছেন। আমার এ গল্পের নায়িকার নাম খালেদা খানম। বাবার নাম মোহাম্মদ ইসকান্দার আলী।’

এখানেই থামেননি মন্ত্রী শাজাহান খান। খালেদা জিয়ার শিক্ষাগত যোগ্যতা বিচারেও কম গেলেন না। তিনি বলেন, ‘এ মিথ্যাচার শুরু হয়েছিল জন্মের শুরু থেকে। এটা জাতির জানা দরকার, ১৯৬১ সালে এ নায়িকা এসএসসি পরীক্ষা দিয়েছিল। তার রোল নাম্বার ছিল- এফ ৭৯২। সেখানে উল্লেখ করা হয়েছিল- তার জন্ম হয়েছিল ৫ সেপ্টেম্বর ১৯৬৪ সাল।’

এভাবে নৌ মন্ত্রী খালেদা জিয়ার বিয়ের কাবিনে মিথ্যা জন্মদিন দেয়ার কথা সেটা উল্লেখ করেন। ভোটার তালিকায় আরেকটা জন্মদিন দেয়া হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া মিথ্যা জন্মদিন দিয়ে বিয়ে করেছিল বালিকা বধূ হওয়ার অপরাধ থেকে রক্ষা পাওয়ার জন্য। এরপর ভোটার তালিকায় তিনি মিথ্যা জন্মদিন দিয়েছিল কারণ সেইদিন জাতির পিতা মারা গেছেন। যাতে সেদিন জাতি শোক পালন না করতে পারে। তার জন্মদিন দিনে উৎসবে মেতে থাকতে পারেন।’

খালেদাকে উদ্দেশ করে নৌমন্ত্রী বলেন, ‘এতোদিন সরকার বিরোধী আন্দোলন দেখেছেন। কিন্তু বিরোধী দল বিরোধী আন্দোলন দেখে নাই। এবার দেখবেন। আমরা সন্ত্রাসবিরোধী আন্দোলনের করে জঙ্গিবাদের এদেশে থেকে বিতাড়িত করবো।’

তিনি বলেন, ‘বিএনপির এক নেতা বলেছেন খালেদা জিয়া নাকি মাহাত্মা গান্ধীর আন্দোলন করছে। তার এ কথা শুনে তিনি হয়তো কবরে হাসছেন।’



মন্তব্য চালু নেই