খালেদার সঙ্গে জাপার বৈঠক

২০-দলীয় জোটের শরিক জাতীয় পার্টির ( জাপা- কাজী জাফর) শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার রাত ৯ টায় গুলশানে খালেদার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। শেষ হয় রাত সাড়ে ১০ টায়।

বৈঠকে দেশের চলমান পরিস্থিতি ও গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে বৈঠক শেষে কোনো দলের নেতারাই কথা বলেননি।

এসময় বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. টি এম ফজলে রাব্বি চৌধুরী, মহাসচিব মোস্তফা জামাল হায়দার, প্রেসিডিয়াম সদস্য এস এম আলম, আহসান হাবীব লিংকন, নওয়াব আলী আব্বাস খান, অধ্যাপক ড. একে এম শহীদুল ইসলাম, এয়ার আহমেদ সেলিম, অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট মাওলানা রুহুল আমীন, অ্যাডভোকেট হোসনে আরা আহসান, খালেকুজ্জামান চৌধুরী, রফিকুল হক হাফিজ, জাফরউল্লাহ খান চৌধুরী, অ্যাডভোকেট মুহম্মদ শফিউদ্দিন ভূঁইয়া, মুহম্মদ আবু নাসের সৌধুরী ও মো, সেলিম মাস্টার।



মন্তব্য চালু নেই