খালেদার সঙ্গে কুয়েত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত আলী আহমাদ ইব্রাহিম আল-দাফিরি। মঙ্গলবার রাত ৮টার দিকে গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিথ হয়।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল সোমবার এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও একদিন পিছিয়ে আজ মঙ্গলবার খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত আলী আহমাদ ইব্রাহিম আল-দাফিরি।

প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে কুয়েতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে বিদায়ী রাষ্ট্রদূতের কাছে প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

অন্যদিকে, বিএনপি সরকারের আমলে বাংলাদেশ-কুয়েতের দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে ভবিষ্যতে সে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিদায়ী রাষ্ট্রদূত আলী আহমাদ ইব্রাহিম আল দাফিরি।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।



মন্তব্য চালু নেই