‘খালেদার লজ্জা একটু হলেও ভাঙছে’
বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লজ্জা একটু হলেও ভাঙছে বলে মন্তব্য করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঙ্গলবার দুপুরে আনন্দ মিছিলের পূর্বে তিনি এ কথা বলেন। সোমবার বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে ওঠায় এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
তিনি বলেন, ‘বাংলার দামাল ছেলেদের এই বিজয়ে খালেদা জিয়ার লজ্জা একটু হলেও ভাঙছে। খালেদা জিয়া ১২ ঘণ্টা হরতাল শিথিল করেছে। কিন্তু অবরোধ তোলেন নাই। দেশের মানুষ যেন খোলা মনে আনন্দ-উল্লাস না করতে পারে সেই জন্য তিনি অবরোধ প্রত্যাহার করেন নাই। ইতোমধ্যেই জনগণ তাকে আস্তাকূড়ে নিক্ষিপ্ত করেছে।’
মায়া বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে ক্রিকেটে বিজয় হয়, ফুটবলে বিজয় হয়। এমনকি পাহাড়ও বিজয় হয়। আর খালেদা জিয়া ক্ষমতায় থাকলে ধ্বংস হয়।’
তিনি বলেন, ‘এই সরকার ২০১৯ সাল পর্যন্ত থাকবে। একটার পর একটা বিজয় ছিনিয়ে আনবে। এই বিজয় জাতির বিজয়। যারা এই বিজয় ছিনিয়ে এনেছে তাদের জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানাই। বিশ্ব বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আশা করি, এই দামাল ছেলেরা সেটাও পারবে।’
লিবিয়ায় বাংলাদেশী অপহরণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘দেশে বিএনপি মানুষ পুড়িয়ে হত্যা করছে। বিএনপি ও আইএস-এর কর্মকাণ্ড একই সূত্রে গাঁথা। খালেদা জিয়াকে এক দিন জনগণের কাছে জবাবদিহি করতে হবে।’
এর আগে সকাল ১০টা থেকে বিভিন্ন সংগঠন জাতীয় পতাকা ও ব্যানার হাতে আনন্দ মিছিল নিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে আসতে থাকে। মিছিল থেকে ‘জিতিলোরে জিতিলো, বাংলাদেশ জিতিলো’, ‘বিজয়ের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে’সহ হরতাল-অবরোধবিরোধী স্লোগান দিতে থাকে।
এ ছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন আনন্দ মিছিল করে।
মন্তব্য চালু নেই