খালেদার প্রাণনাশের চেষ্টা চলছে

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রাণনাশের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়াকে প্রাণনাশের চেষ্টা চালানো হচ্ছে। যে কারণে গতকাল বিএনপির গুলশান কার্যালয় থেকে বেগম জিয়া বাইরে বের হতে চাইলেও সরাকারের পুলিশবাহিনী পিপার স্প্রে করে।’

মঙ্গলবার দুপুরে সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন মিলানায়তনে (নিচতলা) দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে সুপ্রিমকোর্ট বার আ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

খন্দকার মাহবুব বলেন, ‘পিপার স্প্রের কারণে ম্যাডামের (খালেদা জিয়া) শরীর দিন দিন আরো অসুস্থ হয়ে যাচ্ছে। তার চিকিৎসার জন্য ২ জন ডাক্তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।’ এসময় তিনি অবিলম্বে খালেদা জিয়াকে বের হওয়ার সুযোগ করে দিতে সরাকরের প্রতি আহ্বান জানান।

সাংবাদিকদের উদ্দেশে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ‘সকল ভয়-ভীতি উপেক্ষা করে সত্য ঘটনা প্রকাশ করুন।’

প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলকেও জীবননাশের হুমকি দেয়া হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘জাতীয় প্রেসক্লাবে বিএনপির মহাসচিবকে আটকে রাখা হয়েছে। তিনি বের হলে জীবননাশের আশঙ্কা রয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী হুমকি দিচ্ছে।’

একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালামকে গ্রেপ্তারের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এ আইনজীবী বলেন, ‘আব্দুস সালামকে রাতের অন্ধকারে সাদা পোষাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুম করার চেষ্টা করেছিল। হয়তো বা সফল হয়নি।’

সংবাদ সম্মেলনে সুপ্রিমকোর্ট বারের সভাপতি, সম্পাদকসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই