খালেদার প্রতি মায়ার মায়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ কার্যালয় থেকে বেরিয়ে এসে চিকিৎসা নেয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
শুক্রবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে নগরের এক বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
গত ৪ জানুয়ারি থেকে রাজধানীর গুলশান কার্যালয়ে অবরুদ্ধ খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘আপনি যদি অসুস্থই হন, তাহলে বেরিয়ে আসেন, চিকিৎসা নেন। না হলে কোন হাসপাতালে চিকিৎসা নেবেন তা বলেন। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র আপনার চিকিৎসার দায়িত্ব নেবে। প্রয়োজনে আওয়ামী লীগ আপনার চিকিৎসার ব্যবস্থা নেবে।’
মায়া বলেন, ‘আমরা চাই আপনি সুস্থ থাকেন, ভালো থাকনে। মানুষের কাছে যান, আর ছেলেকে সামলান। তা না করে হুড়োহুড়ি করছেন কেন? আপনাকে আরো চার বছর অপেক্ষা করতে হবে।’
প্রসঙ্গত, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের সমাবেশ কর্মসূচি ছিল। তবে বিশ্ব ইজতেমার কারণে সোহরাওয়ার্দী উদ্যানের ওই সমাবেশ দুইদিন পিছিয়ে ১২ জানুয়ারি করার সিদ্ধান্ত নেয়া হয়। বৃহস্পতিবার গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের এক অনির্ধারিত জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিশ্ব ইজতেমা উপলক্ষে আওয়ামী লীগের জনসভার তারিখ পেছানোর প্রসঙ্গ উল্লেখ করে খালেদা জিয়াকে ‘নাস্তিক’ বলে সম্বোধন করেন মায়া।
তিনি বলেন, ‘খালেদা জিয়া অবরোধ প্রত্যাহার না করে মুসুল্লিদের ইজতেমায় আসতে বাধা দিয়েছেন। আমরা আশা করেছিলাম শেষ পর্যন্ত খালেদা জিয়ার শুভবুদ্ধির উদয় হবে এবং অবরোধ প্রত্যাহার করবেন।’
বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আর বেশিদিন নয়। জনগণ কিন্তু ফুসে উঠছে। যারা জনগণকে এখনো চেনেন নাই তারা কিন্তু মায়ের পেটে আছেন। আপনারা অবরুদ্ধ করে মানুষকে ব্যবসা করতে দেবেন না, সহিংসতা করবেন, মানুষকে হত্যা করবেন। জনগণ কিন্তু রাজপথে মোকাবেলা শুরু করে দিয়েছে।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী লুৎফুল কবির রেনুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজ প্রমুখ।



মন্তব্য চালু নেই