খালেদার গুলশান কার্যালয়ে কালো পতাকা উত্তোলন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। তারই অংশ হিসেবে সোমবার গুলশান কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়।

আজ দুপুর পৌনে ১২টায় কালো পতাকা উত্তোলন করা হয়। এসময় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহম্মেদ চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন।

এ ছাড়া, আরাফাত রহমান কোকোর মৃত্যুতে শোক জানাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান নরওয়ের রাষ্ট্রদূত মিস মেরেতো লুনডেমো, নেপালে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার সুশিল।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো শনিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে মালেয়শিয়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর সেনানিবাসের বাড়ি থেকে খালেদা জিয়ার সঙ্গে গ্রেফতার হন কোকো। ২০০৮ সালের ১৭ জুলাই জামিনে মুক্তি পাওয়ার পরদিন চিকিৎসার জন্য থাইল্যান্ড যান তিনি। থাইল্যান্ড যাওয়ার পর মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় সেখান থেকে মালয়েশিয়ায় চলে যান কোকো। সেখানেই তিনি মৃতুবরণ করলেন।



মন্তব্য চালু নেই