খালেদার গায়ে হাত দেয়ার আগে ভেবে দেখবেন

সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী বলেছেন, ‘খালেদা জিয়ার গায়ে হাত দেয়ার আগে একটু ভেবে দেখবেন, সবকিছু নিয়ে তামাশা করবেন না।’

সোমবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত চিকিৎসক সমাবেশে এ কথা বলেন গাজী।

তিনি আরো বলেন, ‘এই প্রথম দেখলাম আদালতের নির্দেশ নিয়ে বাড়ি তল্লাশির ব্যবস্থা। এটা যে রাজনৈতিক উদ্দেশ্যে এবং খালেদা জিয়াকে চাপে ফেলার জন্য করা হচ্ছে তা সবাই বোঝে। মানুষের শেষ আশ্রয়স্থল আদালত। সেটাও একপেশে হলে তা জাতির জন্য দুর্ভাগ্যজনক।’

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে গাজী বলেন, ‘শুধু বার্ন ইউনিটের চিত্র নয় হাতপাতালের চিত্রও একটু দেখান।’

টকশোতে একশ্রেণির লোক আন্দোলনকে সন্ত্রাসী আন্দোলনের নামে চালানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেন রুহুল আমিন গাজী।

বিএফইউজের একাংশের সভাপতি শওকত মাহমুদ বলেন, ‘জাতি সংলাপ চায় কিন্তু শাসক দলের নেতারা সংলাপের প্রস্তাবের বদলে প্রলাপ বকছেন। সেদিন বেশি দূরে নয় যেদিন তারা এ প্রলাপের বদলে বিলাপ করবেন। খালেদার কার্যালয় তল্লাশির নির্দেশ বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এটি সরকারের স্নায়ু যুদ্ধ। জনগণই সরকারের পতন ঘটাবে। কোন দৈব শক্তি ক্ষমতায় আসুক তা আমরা চাই না।’

ড্যাবের সভাপতি ডা. একে এম আজিজুল হকের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি অ ফ ম ইউসুফ হায়দার, ডিইউজের সভাপতি কবি আবদুল হাই শিকদার, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কাদের গনি চৌধুরী প্রমুখ।



মন্তব্য চালু নেই