খালেদার কার্যালয়ে সাংবাদিক নেতারা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে গেছেন বিএনপিপন্থি বেশ কয়েকজন সাংবাদিক নেতা এবং বুদ্ধিজীবী।
শনিবার সন্ধ্য পৌনে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আব্দুর হাই শিকাদার খালেদার কার্যালয়ে প্রবেশ করেন।
এর আগে সাংবাদিক মাহফুজ উল্লাহ, এম আব্দুল্লাহ, ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবেশ করেন।
এদিকে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামেন ৬ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। এর মধ্যে চার প্লাটুন পুরুষ এবং দুই প্লাটুন নারী পুলিশ রয়েছে।
শনিবার সন্ধ্যার দিকে কার্যালয়ের আশপাশে অতিরিক্ত এ পুলিশ মোতায়েন করা হয়। সেই সঙ্গে কার্যালয়ের মূল গেটের সঙ্গে পেছনের গেটেও নারী পুলিশকে দায়িত্বে রাখা হয়েছে। কারণ সামনের দিকে পুলিশ থাকায় পেছনের গেট দিয়ে বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশ করছিল।
গুলশান জোনের এসি নূরুল আলম জানান, ‘এখন পর্যন্ত চার প্লাটুন পুরুষ এবং দুই প্লাটুন পুলিশ বেগম জিয়ার কার্যালয়ের সামনে দায়িত্ব পালন করছে। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রয়োজনে আরো পুলিশ মোতয়েন করা হবে।’
পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেরও প্রচুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও নজরধারিতে রয়েছে বলে তিনি জানান।



মন্তব্য চালু নেই