খালেদার কার্যালয়ে তল্লাশিকালে আইনজীবীর উপস্থিতি দাবি

বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালানোর সময় আইনজীবীদের উপস্থিতি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

রোববার সন্ধ্যায় সুপ্রিম কোর্টে নিজ চেম্বারে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক চমক সৃষ্টির জন্য এ সার্চ ওয়ারেন্ট জারি করা হয়েছে। আমরা আশঙ্কা করছি, যারা খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি চালাতে যাবেন, তারা গ্রেনেড, বোমা কিংবা আগ্নেয়াস্ত্র সঙ্গে নিয়ে যেতে পারেন। তাই, যারা সেখানে তল্লাশির জন্য যাবেন নিরপেক্ষ লোক দিয়ে আগে তাদের শরীর তল্লাশি করতে হবে। আর অবশ্যই সেখানে খালেদা জিয়ার আইনজীবীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।’

উল্লেখ্য, রোববার বিকেলে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে তল্লাশি চালানোর বিষয়ে পুলিশকে নির্দেশ দেন।



মন্তব্য চালু নেই