খালেদার কার্যালয়ে খাবার দিতে এসে সাবেক এমপিসহ মহিলা দলের ৬ কর্মী আটক
গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে খাবার দিতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন মহিলা দলের ছয় কর্মী। এদের মধ্যে সাবেক দুজন সংসদ সদস্য রয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ৮৬ নম্বর সড়কের মাথা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, খাবার দেওয়ার জন্য সাবেক সংসদ সদস্য লায়লা বেগম ও নার্গিস আলীসহ মহিলা দলের ছয় কর্মী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ৮৬ নম্বর সড়কের মাথা থেকে পুলিশ তাদের আটক করে।
মন্তব্য চালু নেই