খালেদার কার্যালয়ে খাবার সরবরাহে ফের বাধা
পঞ্চম দিনের মতো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে খাবার সরবরাহে বাধা দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
রবিবার দুপুর সোয়া ২টার দিকে গুলশান বিরানী হাউজ থেকে খালেদার কার্যালয়ের জন্য আনা ৩০ প্যাকেট খাবার ও ৩০ বোতল পানি আটকে দেয় পুলিশ।
এরপর কার্যালয়ের পশ্চিম পাশের পকেট গেটের সামনে দাঁড়িয়ে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, খালেদা জিয়ার কার্যালয়ের খাবার সরবরাহ বন্ধ করা হয়নি। কার নির্দেশে খাবার বন্ধ করা হয়েছে, আমরা জানতে চাই।’
খালেদা জিয়ার কার্যালয়ে খাবার প্রবেশ নিয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে সরকার—এমন অভিযোগ করে তিনি বলেন, ‘তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অভুক্ত রয়েছেন। তার কার্যালয়ে অবস্থানকারীদের রেখে তিনি খেতে পারছেন না।’
এদিকে, কার্যালয়ে খাবার প্রবেশে বাধা দেওয়ার পর রিকশাযোগে আনা খাবার দক্ষিণ পাশের ফুটপাতের উপর রেখে চলে যান রিকশাওয়ালা।
খালেদা জিয়ার কার্যালয়ে খাবার প্রবেশে বাধার অভিযোগের বিষয়ে শনিবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খাবার বন্ধ করা হয়নি। তার খাবার নিয়মিত সরবরাহ করা হচ্ছে। তিনি খাবার খাচ্ছেন ও সুস্থ আছেন। চাইলে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন।’
কার্যালয়ের পকেট গেটের সামনে দাঁড়িয়েই পুলিশকে উদ্দেশ করে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা বলেন, ‘কি আছে এখানে? কার নির্দেশে খাবার বন্ধ করা হয়েছে জানতে চাই?’
প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, ‘পাঁচদিন ধরে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আমরা যারা অবস্থান করছি তাদের খাবার নিতে দিচ্ছে না। আমাদের খাবার কেড়ে নিয়ে থানায় নিয়ে যাচ্ছে।’
তিন আরও বলেন, ‘গতকাল (শনিবার) পুলিশের আইজি বলেছেন, গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে খাবার বন্ধ করা হয়নি। তারপরও কেন আমাদের খাবার নিতে দিচ্ছে না পুলিশ?’
মন্তব্য চালু নেই