খালেদার আয়ের উৎস জানতে চান মহীউদ্দীন আলমগীর

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আয়ের উৎস জানার সময় এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

রোববার দুপুরে রাজধানীর শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন (এজাহিকাফ) আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস ও চলমান রাজনীতি শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের এ প্রবীণ নেতা বলেন, ‘কী আয়ের ভিত্তিতে আপনি বাঁচেন? আপনি কি চাকরি করেন? ব্যবসা আছে? না জমিদারি আছে? এখন এগুলো জানার সময় এসেছে।’

সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নারায়ণগঞ্জে গিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়া বলে এসেছেন- আপনারা গণতন্ত্র উদ্ধারে নামুন, আমি আপনাদের সঙ্গে নামবো। আপনি তো কোনো দিন নামেননি। আপনি অষ্টম শ্রেণী পর্যন্ত সীমাবদ্ধ ছিলেন। আপনি গণতন্ত্র বুঝেন না। এ জন্য না হয় মাফ করা গেল কিন্তু এখন এসে আবার গণতন্ত্র উদ্ধারে নামতে বলেন কেন?’

তিনি বলেন, ‘খালেদা জিয়ার আমলে মানুষ ৬২ বছর বাঁচতো এখন ৬৯ বছর বাঁচে। সরকারের স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থা উন্নতির ফলেই তা সম্ভব হয়েছে। ১-১০ বছরের বেশির ভাগ ছেলে-মেয়ে কোনো রোগে নয়, পানিতে ডুবে মারা যায়। সরকার তাও প্রতিকারের ব্যবস্থা করেছে।’

সভায় সভাপতিত্ব করেন বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি কবি আব্দুল খালেক। এ সভায়া আরো উপস্থিত ছিলেন এজাহিকাফের মহাসচিব লায়ন সালাম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এবি সিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মইনুর রশিদ প্রমুখ।



মন্তব্য চালু নেই