খালেদার আচরণ জামায়াতের মতোই : তোফায়েল

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আচরণ জামায়াত-শিবিরের শামিল। বঙ্গবন্ধুকে হত্যার দিনে ৭০ কেজি ওজনের কেট কেটে জন্মদিন পালন করে তিনি জামায়াত শিবিরের মতোই আচরণ করেছেন।’

তোফায়েল আহমেদ বলেন, ‘এই দিনে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির চক্র ছাড়া কেউ উল্লাস করতে পারে না। এ কারণে তিনি জামায়াত-শিবিরের শামিল।’

মঙ্গলবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মিলনায়তনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। জবি শিক্ষক সমাজ এ আলোচনা সভার আয়োজন করে।

বিএনপির সঙ্গে আলোচনা প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা আওয়ামী লীগ সরকার বা দলগতভাবে জামায়াতের সঙ্গে কোনো আলোচনায় বসবো না। বিএনপি তাদের সঙ্গ ত্যাগ করতে পারেনি। তাই তাদের সাথেও আমারা আলোচনায় বসবো না। যতদিন না বিএনপি জামায়াত-শিবিরের সঙ্গ ত্যাগ করতে ততদিন পর্যন্ত তাদের সঙ্গে কোনো আলোচনা নয়।

১৫ আগস্ট খালেদা জিয়া জন্মদিন পালন করায় তার সমালোচনা করে তোফায়েল আহমেদ বলেন, ‘ব্রিটেনের রাণী এলিজাবেথের জন্মদিন ডিসেম্বর মাসে। কিন্তু ওই মাসে বড়দিন হওয়ায় সম্মান দেখিয়ে তিনি জন্মদিন পালন করেন জুলাই মাসে। সেখানে খালেদা জিয়া কীভাবে পারেন শোকের মাসে তার মিথ্যা জন্মদিন পালন করতে?’

নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘২০১৯ সালের আগে বাংলাদেশে কোনো জাতীয় নির্বাচন হবে না। আলোচনা হলে ওই নির্বাচন নিয়েই হতে হবে। যে নির্বাচনে আসতে চায় সে আসবে, যে চায় না সে আসবে না।’

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ড. মীজানুর রহমান। মীজানুর রহমান তার বক্তব্যে বলেন, ‘আমাদের দেশকে উন্নত করলেই হবে না। আদর্শ অনুযায়ী বড় করতে হবে এবং তা অবশ্যই বঙ্গবন্ধুর আদর্শ অনুযায়ী হতে হবে।’

তিনি আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যের অনেক দেশই অনেক উন্নত। কিন্তু নিজেদের অন্তর্দ্বন্দ্বে তারা বিলীন হয়ে যাচ্ছে। তাদের আদর্শের কোনা জায়গা নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- জবির ট্রেজারার অধ্যাপক ড. মো. সেলিম ভুইয়া, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম বাহুলুল মাজনুন চুন্নু।

সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক ড সরকার আলী আক্কাস। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক সমিতিরি সাধারণ সম্পাদক ড. পরিমল বালা।



মন্তব্য চালু নেই