খালেদার আইনজীবীকে জেরা

বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার পক্ষে অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদকে আংশিক জেরা করেছেন তাঁর আইনজীবী।

বৃহস্পতিবার সাবেক এ প্রধানমস্ত্রীর আইনজীবী আব্দুর রেজ্জাক খান জেরা করেন।

জেরা শেষ না হওয়ায় ঢাকার ৩ নম্বর বিশেষ জজ মো. আবু আহমেদ জমাদার আগামী ২৭ অক্টোবর জেরার পরবর্তী দিন ধার্য করেন।

এতিমদের জন্য বিদেশী থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে জিয়া অরফানেজ মামলাটি দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এই মামলাটি দায়ের করা হয়।

২০০৯ সালের ৫ আগস্ট দুদক আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

অভিযোগপত্রে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে আসামি করা হয়।



মন্তব্য চালু নেই