খালেদাকে সাবেক সিইসির চিঠি
চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে সংলাপের আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিঠি দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।
সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে চিঠিটি খালেদা জিয়াকে তার গুলশানের কার্যালয়ে পৌঁছে দেন অ্যাডভোকেট প্রিন্স চঞ্চল মাহমুদ।
বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শামসুদ্দিন দিদার।
তিনি জানান, এটিএম শামসুল হুদা স্বাক্ষরিত চিঠিটি নাগরিক সমাজের পক্ষ থেকে দেয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিরাজমান সঙ্কট থেকে উত্তরণের লক্ষ্যে গত ৭ ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ার্স ইনুস্টিটিউশন সেমিনার হলে বিভিন্ন শ্রেণীপেশার নাগরিকদের এক মতবিনিময় সভা হয়। এ সভায় সকলের বক্তব্যের আলোকে এবং ঐক্যমতের ভিত্তিতে ‘জাতীয় সঙ্কট নিরসনে জাতীয় সংলাপ’ এর প্রস্তাবনা গৃহিত হয়। এতদসঙ্গে প্রেরিত উক্ত প্রস্তাবনার আলোকে আপনার শুভ উদ্যোগ কামনা করছি।
চিঠি দেয়ার সময় প্রিন্স চঞ্চল মাহমুদ বলেছেন, ‘আমরা তিন জন বেরিয়েছি। এ চিঠি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকেও দেয়া হবে।’
আরো পড়ুন :
মন্তব্য চালু নেই