খালেদাকে ফুলেল শুভেচ্ছা ঢাকার দুই নতুন কমিটির
খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে ধন্যবাদ জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির কমিটিতে স্থান পাওয়া নেতারা।
বিএনপি চেয়ারপারসন বুধবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বাসা থেকে গুলশানের কার্যালয়ে পৌঁছালে মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, উত্তরের সাধারণ সম্পাদক আহসানউল্লাহ হাসান, সহ-সভাপতি মুন্সী বজলুল বাসিত আনজুসহ নেতারা তার হাতে ফুলের তোড়া তুলে দেন। এ সময় নবনির্বাচিত নেতাদের ঐক্যবদ্ধভাব কাজ করার নির্দেশ দেন খালেদা জিয়া।
কয়েকশ নেতাকর্মী এ সময় করতালিতে ওই এলাকা মুখর করে তোলেন।
শুভেচ্ছা বিনিময়কালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান মো. সাহজাহান, যুগ্মমহাসচিব খায়রুল কবির খোকন, মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবীন, সাইফুল ইসলাম, উত্তরের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, সহ সভাপতি বজলুল বাছিত আনজু, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিউল বারা বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েলসহ মহানগরের নবনির্বাচিত নেতারা।
প্রসঙ্গত, চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার বিএনপির ঢাকা দক্ষিণের ৭০ সদস্যের এবং উত্তরে ৬৪ সদস্যের আংশিক কমিটি অনুমোদন করেন।
ঢাকায় আগে একটি কমিটিই ছিল বিএনপির। সিটি করপোরেশন ভাগ হওয়ার পর আওয়ামী লীগের মতো বিএনপিও দুই ভাগের জন্য দুটি কমিটি করল।
ঢাকা উত্তরের কমিটির সভাপতি আব্দুল কাইয়ুম ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লা হত্যা মামলায় আসামি হয়ে বিদেশে পালিয়ে আছেন।
মন্তব্য চালু নেই