খালেদাকে প্রচারে যেতে না দিতেই ইসির পরিপত্র : রিজভী

বিএনপি চেযারপারসন বেগম খালেদা জিয়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারে অংশ নিবেন জেনে নির্বাচন কমিশন ৭২ ঘণ্টার পরিপত্র জারি করে তাকে প্রচারণায় অংশ নিতে দেয়নি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার বেলা ১১টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন।

জারি করা পরিপত্রে ‘বহিরাগত’শব্দটি উল্লেখ করে গোটা জাতিকে নির্বাচন কমিশন অপমান করেছে বলেও তিনি মন্তব্য করেন।

রিজভী বলেন, আগের যেকোন সময় ৪৮ ঘণ্টা আগে সব ধরণের প্রচারণা নিষিদ্ধ ছিল।কিন্তু নাসিক নির্বাচনে যখন বেগম খালেদা জিয়া প্রচারণায় অংশ নিতে পরিকল্পনা করেছেন ঠিক তখনই সরকার ইসিকে দিয়ে এই পরিপত্র জারি করে।

নারায়ণগঞ্জে সরকারদলীয় সন্ত্রাসীরা অস্ত্রসহ ঘুরছে। অতীতের মতো সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। অথচ ইসি বলছে নির্বাচনে কোনো ধরণের ছাড় নয়।



মন্তব্য চালু নেই