খালেদাকে পদত্যাগের পরামর্শ হাছান মাহমুদের

বিএনপিকে রক্ষা করার জন্য হলেও দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে পদত্যাগ করতে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

খালেদা জিয়ার বিরুদ্ধে পেট্রোলবোমা হামলার প্রত্যেকটি ঘটনায় চার্জশিট দেওয়ার দাবিও জানান তিনি।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রবিবার দুপুরে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বাংলাদেশ স্বাধীনতা পরিষদের ঢাকা মহানগর কমিটি ওই সভার আয়োজন করে।

বিএনপি বর্তমানে ‘বাংলাদেশ নালিশ পার্টি’তে পরিণত হয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘শুধু বাংলাদেশের মানুষ নয়, বিএনপির নেতা-কর্মীরাও খালেদা জিয়ার পদত্যাগ প্রত্যাশা করেন। তাদের দলের নেতা-কর্মীরা আমাদের বলেছেন, গত ৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নেওয়া ছিল তাদের জন্য পাহাড়সমান ভুল।’

খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘৩ সিটি নির্বাচনে ব্যর্থতার জন্য আপনি দল থেকে পদত্যাগ করুন। ব্রিটেনের পদাঙ্ক অনুসরণ করে আপনার পদত্যাগ করা উচিত। কারণ বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে সত্যিই পরিত্রাণ চায়।’

‘আওয়ামী লীগ ভারতের দালাল’ শনিবার রাতে খালেদা জিয়ার দেওয়া এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমরা ভারতের দালালী করি না। আমরা তাদের সঙ্গে সুসম্পর্ক রেখে দেশে ন্যায্য হিস্যা আদায়ে বিশ্বাসী।’

ভারতের সংসদে স্থলসীমান্ত চুক্তি পাস হওয়ার পরও শেখ হাসিনাকে শনিবার রাতে খালেদা জিয়া অভিনন্দন না জানানোয় হতাশা প্রকাশ করেন হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘আমি আশা করেছিলাম এত বড় কূটনৈতিক সাফল্যে তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাবেন।’

সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।



মন্তব্য চালু নেই