খালেদাকে কেবল তাবলীগের দাওয়াত দেয়া হয়েছে

তাবলীগ জামায়াতের নেতারা বলেছেন, ‘অবরোধ প্রত্যাহারের ব্যাপারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কোনো কথা হয়নি। আমরা তাকে কেবল তাবলীগের দাওয়াত দিয়েছি।’
কাকরাইল মসজিদের তাবলীগের তিন সদস্যের একটি প্রতিনিধিদল মঙ্গলবার দুপুরে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার কার্যালয়ে যান।
তবে খালেদা জিয়ার সঙ্গে প্রতিনিধিদলের সরাসরি সাক্ষাৎ হয়নি। তার একটি প্রতিনিধিদলের সঙ্গে তাবলীগ নেতাদের কথা হয়।
তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মাওলানা আব্দুর রহিম নকীব। অপর দুই সদস্য হলেন- মাওলানা আব্দুল আউয়াল ও মাওলানা মোয়াজ্জেম হোসেন।
পরে খালেদা জিয়ার কার্যালয় থেকে বের হয়ে মাওলানা আব্দুর রহিম সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়ার সঙ্গে সরাসরি তারা সাক্ষাৎ করতে পারেননি। তবে তার একটি প্রতিনিধি দলের মাধ্যমে তাদের কাছে বার্তা পৌঁছে দেন যে, তিনি (খালেদা জিয়া) এখন শারীরিকভাবে অসুস্থ্য। তাই সুস্থ্য হয়ে উঠলে এবং ইজতেমার পরিবেশ ভালো থাকলে অবশ্যই দোয়া চাইতে তিনি ইজতেমায় শরীক হবেন।’
অবরোধ প্রত্যাহারের ব্যাপারে কোনো কথা হয়েছে কি না জানতে চাইলে আব্দুর রহিম বলেন, ‘না অবরোধ প্রত্যাহারের প্রসঙ্গে কোনো কথা হয়নি। প্রতিবছর আমরা দাওয়াত দিতে আসি। তার ধারাবাহিকতায় এবারও আমরা দাওয়াত দিতে এসেছি। পর্যায়ক্রমে দাওয়াত পৌঁছে দিতে আমরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছেও যাবো।’
তারা বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) প্রতিবছর দোয়ার জন্য ইজতেমায় শরীক হন। আশা করি এবারও তিনি দোয়া চাইতে যাবেন।’
এর আগে প্রতিনিধি দলটি বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে বেলা ১২টায় তার কার্যালয়ে ঢোকার চেষ্টা করেন। কিন্তু অনমুতি না থাকায় পুলিশ তাদের ফিরিয়ে দেয়।
পরে গুলশানের ডিসি লুৎফর রহমানের কাছ থেকে অনুমতি নিয়ে বেলা ২টা ৫০ মিনিটে তারা খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশ করেন।
৫ জানুয়ারি সমাবেশ করতে না দেয়ায় বিএনপি চেয়ারপারসন দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন।
আগামী ৯ জানুয়ারি থেকে তুরাগতীরে বিশ্ব ইজতেমার প্রথম দফার আয়োজন করা হয়েছে।



মন্তব্য চালু নেই