খালেদাকে আলমগীর মজুমদারের আল্টিমেটাম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) একাংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর মজুমদার। অন্যথায় তারা ২০ দলীয় জোট ত্যাগ করার ঘোষণা দেয়।
এর আগে শনিবার বেলা সাড়ে ১১টায় কাকরাইলের ঈশা খাঁ হোটেলে এক সংবাদ সম্মেলন ডেকে নিজেকে এনডিপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন আলমগীর মজুমদার। সেই সঙ্গে দলের ভারপ্রাপ্ত মহাসচিব করা হয় আলী নূর সাজুকে। সংবাদ সম্মেলনে শেষের দিকে বিএনপি চেয়ারপারসনকে এ আল্টিমেটাম দেয়া হয়।
আলমগীর মজুমদার বলেন, ‘জোটের মধ্যে গণতান্ত্রিক চর্চা, ভারতের সঙ্গে সম্পর্ক প্রভৃতি ইস্যুতে খালেদা জিয়া যদি সুরাহা না করেন তবে আমরা ২০ দলীয় জোট ত্যাগ করবো।’
লিখিত বক্তব্যে এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব আলী নূর সাজু বক্তব্যে বলেন, ‘বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধে বিশ্বাসে শক্তি তার উপর হতাশ। এ কারণে এনডিপি মনে করে আপোষকামী রাজনৈতিক লক্ষ্যহীন জোট পরিত্যাগ করে প্রকৃত অর্থেই একটি সাচ্ছা দেশপ্রেমিক গণতান্ত্রিক ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তি বিকল্প মোর্চা গঠনে ব্রতী হওয়া উচিৎ। তা না করতে পারলে দেশের সার্বভৌমত্ত্ব ও অস্তিত্ব বিপন্ন হবে।’



মন্তব্য চালু নেই