খারাপ স্মৃতি মুছে দেবে ফেসবুক

শেষ হয়ে যাচ্ছে ২০১৫। প্রতি বছরই ভালো স্মৃতির মাঝেই বেশ কিছু মনখারাপের মুহূর্তও জমা হয় ঝুলিতে। এবার ইউজারদের সেই খারাপ মুহূর্তগুলোতে কাঁচি চালাতে এগিয়ে এলো ফেসবুক।

আগের বছরগুলোর মতো এ বছরও ফেসবুক নিয়ে এসেছে ইয়ার রিভিউ। গত এক বছরে এই সোশ্যাল মিডিয়ায় ইউজাররা যা যা শেয়ার করেছেন, তারই একটা ডাউন দ্য মেমারি লেন জার্নি। তবে এ বছর এই ‘স্মৃতির সরনি’-তে খানিক পরিবর্তন এনেছে সংস্থা। কোন মুহূর্ত আপনি শেয়ার করবেন, কোনটা নয়, এতদিন সেটা ঠিক করত ফেসবুক নিজেই। এবার সেই বাছাইয়ের দায়িত্ব থাকছে আপনার হাতে।

কোনো ছাঁকনির ব্যবস্থা না থাকায় গত বছর ফেসবুকের এই অ্যাপ নিয়ে বেশ সমালোচনা হয়েছিল। ইউজার না চাইতেও এমন কিছু মুহূর্ত বছর শেষের স্মৃতি অ্যালবামে জমা পড়ত, যেগুলো অনেকেই ভুলতে চান। ইউজারদের অভিযোগ ছিল, রিভিউ করার নামে খুঁচিয়ে ঘা বাড়াচ্ছে ফেসবুক।

এই বছর তাই আর বিতর্কের পথ মাড়ায়নি এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। কোন স্মৃতি রাখবেন, কোনটা নয় তার দায়িত্ব এখন থেকে আপনারই। ইচ্ছামত এডিট করে নিলেই হল। ব্যস, খারাপ মুহূর্ত হাওয়া।



মন্তব্য চালু নেই