খানসামায় সরকারীভাবে গম সংগ্রহ শুরু
মোহাম্মদ সাকিব চৌধুরী, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: চলতি মৌসুমে সারা দেশের ন্যায় দিনাজপুরের খানসামা উপজেলায় সরকারী ভাবে গম সংগ্রহ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৪ মে) বিকেলে খানসামা খাদ্য গুদামে কৃষক কছিমউদ্দিনের নিকট থেকে ১ মে.টন গম ক্রয়ের মধ্য দিয়ে ওই গম সংগ্রহের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাজেবুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: আজিমুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: আখতারুজ্জামান,খানসামা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হাবিবুর রহমান, পাকেরহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ভবতোষ চন্দ্র রায়,উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ্ মো: আব্দুল জব্বার, সহ-সভাপতি মো: আতোয়ার রহমান শাহ্,প্রভাষক সাইফুল ইসলাম, উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি মো: মাহফুজুর রহমান চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য চলতি মৌসুমে উপজেলার কৃষকদের কাছ থেকে ২৮ টাকা দরে ১ হাজার ৭৯ মে.টন গম সংগ্রহ করা হবে।
মন্তব্য চালু নেই