খানসামায় ভোটারদের মধ্যে চলছে উৎসবের আমেজ
মোহাম্মদ সাকিব চৌধুরী, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: তৃতীয় দফায় খানসামা উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় ভোটার ও বিভিন্ন দলের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার কমতি নেই। নির্বাচনকে ঘিরে পুরো উপজেলায় এখন চলছে ব্যাপক প্রচারাভিযান ও উৎসবমূখর পরিবেশ।
প্রার্থীরা নিজেদের পক্ষে সমর্থন আদায়ের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন। গ্রামের হাট-বাজার, দোকানপাট ও সর্বত্রই এখন প্রার্থীদের নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। তবে অধিকাংশ ভোটার দল নয়, সুখে-দু:খে যারা এলাকার মানুষের পাশে থাকবেন তাঁদের ভোট দেবেন।
উপজেলার গাঢ়পাড়া, পাকেরহাট, কাচিনীয়াহাট, গোয়ালডিহি, আঙ্গারপাড়া এলাকা ঘুরে ভোটারদের সাথে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। উপজেলার ৬টি ইউনিয়নে ৫৪টি ভোট কেন্দ্রের ৩৮৬টি কক্ষে ১ লাখ ২১ হাজার ৩৬৩ জন ভোটার আগামী ৫ বছরের জন্য তাদের ৬ জন চেয়ারম্যান, ১৮ জন মহিলা মেম্বার ও ৫৪ জন সাধারণ মেম্বার নির্বাচিত করার লক্ষে গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করবেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৬৬ জন এবং সাধারণ সদস্য পদে ২১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে যাঁরা লড়ছেন-
আলোকঝাড়ি ইউনিয়ন: আওয়ামী লীগ মনোনীত মো. নুর আলম (নৌকা মার্কা), বিএনপি মনোনীত আ স ম আতাউর রহমান বাচ্চু (ধানের শীষ মার্কা), স্বতন্ত্র প্রার্থী মো. খলিলুর রহমান (আনারস মার্কা), স্বতন্ত্র প্রার্থী মাও. মো. আনিসুর রহমান (মটর সাইকেল মার্কা)
ভেঁড়ভেড়ী ইউনিয়ন: বিএনপি মনোনীত মো. সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল (ধানের শীষ মার্কা), আওয়ামী লীগ মনোনীত মো. হাফিজুল হক হাফিজ সরকার (নৌকা মার্কা), স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ক্বারী মাও. আব্দুল হক সিরাজী (মটর সাইকেল মার্কা), স্বতন্ত্র প্রার্থী বিপ¬ব কুমার সিংহ রায় (আনারস মার্কা)
আঙ্গারপাড়া ইউনিয়ন: বিএনপি মনোনীত আলহাজ্ব আব্দুল জব্বার শাহ্ (ধানের শীষ মার্কা), আওয়ামী লীগ মনোনীত ও বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ শাহ্ (নৌকা মার্কা), স্বতন্ত্র প্রার্থী¿ মো. কছিমুদ্দিন শাহ্ (কাছু) (আনারস মার্কা)
খামারপাড়া: বিএনপি মনোনীত মোহাম্মদ আলী সরকার (ধানের শীষ মার্কা), আওয়ামী লীগ মনোনীত মো. সাজেদুর রহমান (সাজু) (নৌকা মার্কা), জাতীয়পার্টির মনোনীত তাজ ফারাজুল ইসলাম চৌধুরী (লাঙ্গল মার্কা), জাসদের মোহাম্মদ আলী শাহ্ (আনারস মার্কা) স্বতন্ত্র প্রার্থী প্রভাষক আবুবকর সিদ্দিক চৌধুরী (মটর সাইকেল) এবং স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. খালেকুজ্জামান চৌধুরী ওরফে বুলেট চৌধুরী (ঘোড়া মার্কা), ক্বারী মাও. আব্দুল¬াহ আল কাফি সিদ্দিকী (চশমা মার্কা), স্বতন্ত্র প্রার্থী মো. এয়াজউদ্দিন ডেকেরা (অটোভ্যান মার্কা)
ভাবকী ইউনিয়ন: আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম (নৌকা মার্কা), ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মো. রবিউল ইসলাম তুহিন (আনারস মার্কা) এবং মো. আশরাফ আলী খাঁন (ধানের শীষ মার্কা)
গোয়ালডিহি ইউনিয়ন: বিএনপি মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. সাখওয়াত হোসেন লিটন (ধানের শীষ মার্কা), আওয়ামী লীগ মনোনীত মো. আইনুল হক শাহ্ (নৌকা মার্কা), স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহ্ আব্বাস আরেফিন আহমেদ (আনারস মার্কা) নিয়ে ভোট যুদ্ধে মাঠে নেমে পড়েছেন। এখন শুধু অপেক্ষার পালা কে বিজয়ের মালা গলায় পড়ে।
মন্তব্য চালু নেই