খানসামায় ছাত্রলীগের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গী বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোহাম্মদ সাকিব চৌধুরী, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আদালতের দেওয়া রায় দ্রুত কার্যকরের দাবিতে ও প্রধান মন্ত্রীর ঘোষিত সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের উদ্যোগে কেন্দ্রীয় ছাত্রলীগের ডাকে দিনাজপুরের খানসামা উপজেলা ছাত্রলীগের আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার(২২জুলাই) উপজেলা ছাত্রলীগের উদ্দ্যেগে পাকের হাট দলীয় কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে পাকের হাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে খানসামা উপজেলা শাখা ছাত্রলীগের আহবায়ক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান মন্ত্রীর ঘোষিত সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলোকঝাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শৈকত সাহা, ভেড়ভেড়ী ইউপি ছাত্রলীগের সাধারন সম্পাদক মোস্তাফিক আহমেদ শামীম,আঙ্গারপাড়া ইউপি ছাত্রলীগের আহবায়ক ডালিম কুমার, যুগ্ন আহবায়ক শোভন ও লিটন,খামারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আহসান হাবীব ,যুগ্ন আহবায়ক সবুজ , গোয়ালদিহি ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক হরুন রহমান, পাকেরহাট ডিগ্রী কলেজের আহবায়ক মোসাব্বের আলম, যুগ্ন আহবায়ক মিলন রায় প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে খানসামা উপজেলা শাখা ছাত্রলীগের আহবায়ক মোঃ রেজাউল করিম বলেন, প্রধান মন্ত্রীর ঘোষনা অনুযায়ী সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের প্রতিটি পাড়া মহল্লায় ইউনিয়নে সন্ত্রাস জঙ্গীবাদ নির্মূলে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। প্রত্যেক এলাকায় জঙ্গীবাদ নির্মূল কমিটি গঠন করতে হবে। তিনি আরও বলেন, তারেক রহমান দেশের অর্থ পাচার করেই ক্ষান্ত হননি। বিদেশের মাটিতে বসে জঙ্গি মদদ দিয়ে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন। তাই তাকে দেশে ফিরিয়ে এনে তাঁর বিরুদ্ধে আদালতের দেওয়া রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান ।



মন্তব্য চালু নেই