খানসামায় গাঁজা ব্যবসায়ীর ৬ মাসের কারাদন্ড

মোহাম্মদ সাকিব চৌধুরী, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলায় গাঁজা বিক্রির দায়ে মো: কামারুজ্জামান(২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম জেল প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

জানা গেছে, কামারুজ্জামান উপজেলার খানসামা বাজারের আবুল কালাম এর ছেলে, সে দীর্ঘ দিন ধরে খানসামা বাজারসহ আশেপাশের এলাকায় গাঁজাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল।

শুক্রবার(২৯এপ্রিল) সন্ধা সাড়ে ৮ টায় খানসামা থানার এএসআই আব্দুল খালেক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোবিন্দপুর এলাকা থেকে ৩০ টি গাঁজার পুড়িয়া সহ হাতেনাতে তাকে গ্রেফতার করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সাজেবুর রহমানের আদালত তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।এবিষয়ে এএসআই আব্দুল খালেকের সাথে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।



মন্তব্য চালু নেই