খানসামায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভবন নির্মাণে দূর্নীতি

মোহাম্মদ সাকিব চৌধুরী, খানসামা (দিনাজপুর) থেকে: দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মানাধীন ভবনের কাজে পুরাতন ইট, রড, নিম্নমানের ইলেক্ট্রিক তার, পাইপ ব্যবহার করে নির্মাণ কাজ করার অভিযোগ উঠেছে। সরোজমিন দেখা গেছে, দি রেডিয়ান ইন কনট্রাশনে আওতায় ৮ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে হাসপাতালের আবাসিক এলাকায় নির্মানাধীন রাস্তায় পুরাতন ইট ও রড ব্যবহার করছে।

এ ঘটনা এলাকাবাসীর নজরে এলে শত শত সাধারণ জনতা ঠিকাদার কোম্পানীর কাজ বন্ধ করে দেয়। এলাকাবাসী ও কয়েকটি গোপন সূত্র জানায়, দু’নম্বর ইট, পুরাতন রড এবং নিম্নমানের ইলেক্ট্রনিক তার ব্যবহার করে ভবনের কাজ চলতে থাকে।

এ বিষয়য়ে এলাকাবাসী বারবার ইঞ্জিনিয়ার, সাব টিকাদারদের সাথে কথা বললে তারা উল্টা হুমকি-ধামকি দিতে থাকেন। তারা এলাকাবাসীর অভিযোগকে তোয়াক্কা না করে নিম্ন মানের ইট আর পুরাতন রড দিয়ে ঢালাইয়ের কাজ চালাতে থাকলে এলাকাবাসী বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেবুর রহমানকে অবগত করে। পরে নির্বাহী অফিসার বলেন, আমি বিষটি শুনেছি এবং কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। এখন বিষয়টি তদন্ত করে দেখবো।



মন্তব্য চালু নেই