খবর পেয়ে ছুটে আসেন সবাই! প্রধান শিক্ষকের মাতলামি স্কুলগেটে

মত্ত অবস্থায় স্কুলের সামনে পড়ে প্রধান শিক্ষক। আশে পাশে ভিড় জমিয়েছে কচিকাঁচা পড়ুয়ারা। ভারতের পশ্চিম মেদিনীপুরের বেলদার পোক্তাপোল প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা।

জানা গেছে, ওইদিন সকালে মত্ত অবস্থায় স্কুলে আসেন প্রধান শিক্ষক যুগলকিশোর দলুই। নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের গেটের সামনে পড়ে যান তিনি। এরপর আর উঠে দাঁড়াতে পারেননি প্রধান শিক্ষক। খবর পেয়ে ছুটে আসেন স্কুলের শিক্ষিকারা। ততক্ষণে প্রধান শিক্ষককে দেখতে ভিড় করেছে কচিকাঁচা পড়ুয়ারাও। ছুটে আসেন গ্রামবাসীরা। মত্ত শিক্ষককে নিয়ে শুরু হয় হাঁসি-ঠাট্টা। সেসব অবশ্য গায়ে মাখেননি প্রধান শিক্ষক। বিষয়টি বিডিও ও জেলা স্কুল পরিদর্শককে জানানো হয়। মত্ত এক প্রধান শিক্ষকিএর মাতলামি কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বেলাদা থানা এলাকায়। মদ্যপ ওই প্রধান শিক্ষকের মাতলামির জেরে বন্ধ পঠন।

ঘটনা বেলাদা থানার পোক্তাপুর প্রাথমিক বিদ্যালয়ের। ঘটনায় জানাগেছে স্কুল খোলার সময় স্কুলের প্রধান শিক্ষক যুগল কিশোর দোলই স্কুল গেটের সামনে মত্ত অবস্থায় শুয়ে মাতলামি করতে থাকেন। এরপর স্থানীয় বাসিন্দারা ও সহকারী শিক্ষকরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রধান শিক্ষক মহাশয়ের এই আচরণে আতঙ্কিত তারা। একই বক্তব্য সহ শিক্ষিকা শ্রাবণী দে-র। বর্তমানে পঠনপাঠন বন্ধ রেখে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে পাঠানো বন্ধ রাখতে চাইছেন ক্ষুব্ধ অভিভাবকরা।



মন্তব্য চালু নেই