ক্ষমা না চাইলে লতিফকে দেশে ঢুকতে দেয়া হবে না
সাবেক ডাক, তার ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী যদি দেশের মানুষের কাছে ক্ষমা না চান তবে তাকে দেশে ঢুকতে দেয়া হবে না বলে হুঁসিয়ারী উচ্চারণ করেছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও নবগঠিত ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক পার্টির (এনডিএফ) নেতা শেখ শওকত হোসেন নিলু।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে ঢাকা জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁসিয়ারী উচ্চারণ করেন।
আব্দুল লতিফকে নাস্তিক আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এ নাস্তিক যদি দেশে প্রবেশ করতে চায় তবে তাকে ঢুকতে দেয়া হবে না। আর যদি দেশে প্রবেশের চেষ্টা করে তবে সারাদেশে হরতাল ডাকা হবে।’
নিলু আরও বলেন, ‘উনি (লতিফ) যদি দেশের মানুষের কাছে নিঃশর্ত ক্ষমা না চান তবে বিমানবন্দর থেকে দেশের মাটিতে পা রাখতে পারবেন না।’
বিএনপির রাজনৈতিক পরাজয় হয়েছে মন্তব্য করে নিলু বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নিয়ে এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লবিতে ৪৫ মিনিট অপেক্ষা করাটা কি রাজনৈতিক পরাজয় নয়?’
২০ দলীয় জোট থেকে তাকে বহিষ্কার করায় তিনি খালেদাকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘এটা আমি ফুলের মালা হিসেবে নিয়েছি।’
সম্মেলনে বক্তব্য দেন এনডিএফের মহাসচিব আলমগীর মজুমদার, দলের স্টিয়ারিং কমিটির সদস্য ও ভাসানী ফ্রন্টের চেয়ারম্যান মমতাজ চৌধুরী, পারভীন নাসের ভাসানী প্রমুখ।
মন্তব্য চালু নেই