ক্ষমা চাইলো ভারতীয় ক্রিকেট বোর্ড

দুই দিন আগেই ঘোষণা করার কথা ছিল আইপিএলের সম্প্রচার স্বত্ব পাচ্ছেন কে? কিন্তু ঘোষণার আগেই ঘোর অনিশ্চয়তায় পড়ে গেল বিষয়টা। কারণ, বিসিসিআই যে স্বাধীনভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সে সুযোগ নেই। কারণ, ভারতীয় সুপ্রিম কোর্ট নির্ধারিত লোধা কমিশনের মতামত নিয়েই বিসিসিআই কোনো সিদ্ধান্ত নিতে পারবে এবং সেটা ঘোষণা দিতে পারবে। আর এ কারণে এবার আইপিএলের অংশীদারদের কাছে ক্ষমা চাইলো ভারতীয় ক্রিকেট বোর্ড।

বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সঙ্গে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক, টুইটারও টেন্ডার জমা দিয়েছিল আইপিএলের সোশ্যাল মিডিয়া স্বত্ব কেনার জন্য। পুরো ব্যাপারটি দেখার জন্য বিসিসিআই অডিট ফার্ম ডিলয়েটের ওপর দায়িত্ব দিয়েছিল। কিন্তু ভারতীয় সুপ্রিম কোর্টের আদেশে অবশেষে স্থগিত রাখা হয়েছে আইপিএলের পরবর্তী সম্প্রচার স্বত্ব কে পাচ্ছে, তাদের নাম ঘোষণা।

বর্তমানে যে চ্যানেলের কাছে বিসিসিআইর সম্প্রচার স্বত্ব- সেই সনি পিকচার্স নেটওয়ার্কের সঙ্গে আগামী বছরই চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে বোর্ডের যা পরিকল্পনা তাতে আগামী ১০ বছরের জন্য সম্প্রচার স্বত্ব দিতে চাইছে তারা।



মন্তব্য চালু নেই