ক্ষমতার রাজনীতির মুখে এরশাদের থুথু
ক্ষমতার রাজনীতির মুখে থুথু দেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা হুসেইন মুহম্মদ এরশাদ।
বুধবার বিকেলে রাজধানীর আইডিইবি ভবনে ঢাকা মহানগর (দক্ষিণ) জাতীয় যুব সংহতির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এরশাদ বলেন, ‘নিয়তির কি নির্মম পরিহাস। যাদের কাছে আমরা ভোট ভিক্ষা করি তারাই প্রাণভিক্ষা চাচ্ছে। তারা বলছে আমাদের পুড়িয়ে মেরো না। কিন্তু তাদের কান্না আমাদের কানে পৌঁছায় না। প্রাণভিক্ষা চেয়েও তারা প্রাণভিক্ষা পাচ্ছে না। ক্ষমতার মোহে আমরা অন্ধ। এই ক্ষমতার রাজনীতির মুখে থুথু দেই।’
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘ঘরে থাকলে ক্ষুধার আগুন আর বাইরে গেলে পেট্রোলের আগুন। তাহলে মানুষ যাবে কোথায়?’
বিএনপির আন্দোনের প্রতি ইঙ্গিত করে এরশাদ বলেন, ‘তাদের কাছে ভোট বড়, ক্ষমতা বড়। আগামী প্রজন্মের পরীক্ষা তাদের কাছে বড় নয়। তাদের কাছে বড় কিভাবে তারা ক্ষমতায় যাবে।’
যারা রাজনীতিক তারা সমাজের ঘৃণ্যবস্তু মন্তব্য করে প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, ‘রাজনীতিকরা আজ সমাজের ঘৃণ্যবস্তু। আমরা দেখেছি বঙ্গবন্ধুকে, সোহরাওয়ার্দীকে দেখেছি। তাদের স্মারণ করি আমরা। কিন্তু আমাদের কেউ স্মরণ করবে না। উল্টা ঘৃণা করবে। আমরা আজ যে ঘৃণার রাজনীতি সৃষ্টি করেছি তার শিকার আজ আমরাই।’
জাপার চেয়ারম্যান বলেন, ‘আমরা ঘরে বসে থাকার রাজনীতি করছি। কী দেশে বাস করছি রাতের আঁধারে পার্টি অফিসে যেতে পারি না। আজ আমার ছেলেকে স্কুলে পাঠাতে পারছি না। কী স্বাধীন দেশ এটা?’
এরশাদ বলেন, ‘আজ অসুস্থ রাজনীতি চলছে। কিন্তু আমরা কোনো অসুস্থ রাজনীতি চাই না। এর অবসান চাই।’
পেট্রোলবোমা দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না মন্তব্য করে এরশাদ বলেন, ‘হত্যার রাজনীতি রাজনীতিকে হত্যা করে। এই রাজনীতিকে নির্বংশ করতে হবে। তাই এ রাজনীতি আমাদের পরিত্যাগ করতে হবে।’
জাতীয় যুব সংহতি মহানগর (দক্ষিণ) সভাপতি হারিছ মো. আবুল বাসারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সিনিয়র যুগ্ম-মহাসচিব ও জাতীয় যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন ও মহিলা পার্টির সাধারণ সম্পাদক মৌসুমী হোসাইন অনন্যা প্রমুখ।
মন্তব্য চালু নেই