ক্ষতিপূরণের দাবিতে আদালতে তারেকের স্ত্রী
৭ কোটি ৭৬ লাখ ২৫ হাজার ৪৫২ টাকা ক্ষতিপূরণের জন্য আদালতে গেছেন তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ। এই মামলায় আদালতে প্রথম বারের মত সাক্ষ্য দিয়েছেন তিনি।
২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজনের নিহত হন। ওই ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে করা মামলার শুনানী হাইকোর্টে শুরু হয়েছে। বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে এ মামলার বিচারিক কার্যক্রম রোববার শুরু হয়েছে।
তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ মামলাটি দায়ের করেন। পরে তিনি নিম্ন আদালত থেকে হাইকোর্টে স্থানান্তর করে বিচারিক আদালত হিসেবে মামলার বিচারের দাবি জানান। সরকার, দায়ী বাসের মালিক এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানিকে এ মামলার বিবাদী করা হয়েছে।
বাদীপক্ষে মামলা পরিচালনা করছেন ড. কামাল হোসেন, সঙ্গে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন। রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষে আছেন ইমরান এ সিদ্দিক।
মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে এ বিষয়ে দায়ের করা হত্যা মামলাটির বিচার চলছে।
মন্তব্য চালু নেই