ক্লাবের খোঁজে রোনালদিনহো!

একটা সময় ছিল যখন ক্লাব খুঁজত রোনালদিনহোকে। আর এখন নিজেকেই খুঁজে ফিরতে হয় ক্লাবের ঠিকানা। ১৩ মাসের ভেতর দুটি ক্লাব পরিবর্তন করা হয়ে গেছে। এখন তৃতীয় ক্লাবের খোঁজে আছেন দুইবারের বিশ্বসেরা।

ব্রাজিল কিংবদন্তি জানিয়েছেন, বেশ কয়েকটি ক্লাবের প্রস্তাব তার কাছে আছে। যুতসই একটিতে যেতে চান তিনি।

কয়েকদিন আগে শোনা গিয়েছিল, ভারতীয় সুপার লিগে খেলতে পারেন রোনালদিনহো। কয়েকটি ক্লাব তার সঙ্গে যোগাযোগ করলেও সাড়া দেননি তিনি। ব্রাজিলের আশপাশের কয়েকটি দেশে লড়াই চালিয়ে যাচ্ছেন নিজেকে খুঁজে ফিরতে।

‘আরো কিছুদিন খেলে যেতে চাই। প্রতিদিনই প্রস্তাব আসছে, যাচ্ছে।’ রিডি আটলান্টা রেডিওকে বলেন রোনালদিনহো।

মাঠে নামার মতো শারীরিক অবস্থা এখনো আছে জানিয়ে তিনি বলেন, ‘স্বাস্থ্য এখনো ভাল আছে। ক্লাবগুলো সে জন্য এখনো আমাকে চায়। যেভাবে প্রাকটিস করে তাতে এখনো আজকের ছেলেদের মতো খেলতে পারি।’



মন্তব্য চালু নেই