ক্রিস্টেন স্টুয়ার্টের গার্লফ্রেন্ড !
টুয়ালাইট খ্যাত তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট গার্লফ্রেন্ড খুঁজে পেয়েছেন। তার গার্লফ্রেন্ডের নাম অ্যালিসিয়া কারগিল। এদিকে মেয়ের গার্লফ্রেন্ড খুঁজে পাওয়ায় ভীষণ খুশি ক্রিস্টেন স্টুয়ার্টের মা জুলস।
২৫ বছর বয়সি তারকা স্টুয়ার্ট এর আগে তার টুয়ালাইট সহ অভিনেতা রবার্ট প্যাটিসনের সঙ্গে পাঁচ বছর প্রেম করেছেন। এরপর তার ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট কার্গিলের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ওঠে। সম্প্রতি ডেইলি মিররকে তাদের প্রেমের ব্যাপারটি নিশ্চিত করেছেন স্টুয়ার্টের মা জুলস।
এ বিষয়ে জুলস বলেন, ‘তার (ক্রিস্টেনের) গার্লফ্রেন্ড থাকাতে অসুবিধার কি? সে খুব খুশি। সে আমার মেয়ে এবং আমি তার মা, সে জানে আমি কি পছন্দ করি। আমি তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করেছি। তাকে পছন্দও হয়েছে। তাকে মেনে না নেওয়ার কি আছে? সে খুব সুন্দর।’
স্টুয়ার্টের আরো একটি গোপন বিষয় জানিয়েছেন জুলস। ক্রিস্টেনের নাকি নেকড়ের প্রতি আকর্ষণ রয়েছে। সেটিও নাকি টুয়ালাইট সিনেমার আগে থেকেই। তিনি নেকড়ে পুষতেনও এবং তার বর্তমানে চারটি নেকড়ে আছে।
মন্তব্য চালু নেই