ক্রিকেটে ফেরার পথ খুলছে আশরাফুলের

সুখবর অপেক্ষা করছে মোহাম্মদ আশরাফুলের জন্য। ম্যাচ পাতানোর জন্য নিষিদ্ধ এই ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি পেতে পারেন।

আইসিসির সভায় যোগ দিয়ে দেশে ফিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান বলেন, “আশরাফুল ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবে। বাইরের দেশে গিয়ে কোনো দলের হয়েও খেলতে পারবে। আশরাফুলের সাথে তো আমরা সরাসরি কথা বলতে পারছি না। আমি নিশ্চিত ওরাই (আইসিসি) করবে।”

ঘরোয়া ক্রিকেটে ফিরলেও আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ আশরাফুলের। তার নিষেধাজ্ঞার দুই বছর অবষ্য ক্ষমাযোগ্য।

আশরাফুলদের শাস্তি বাড়াতে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছে আইসিসি ও বিসিবি। নাজমুল হাসান জানান, এই আবেদন প্রত্যাহারের কথা ভাবছেন তারা।

“আইসিসি ও আকসুর সঙ্গেই সব করে এসেছি। এটাও ওদের সাথে বসেই করতে হবে। সবচেয়ে ভালো যেটা হয় সেটাই করবো আমরা।”

আকসু আইনের সংস্কার এনেছে আইসিসি। তাই নিষিদ্ধ ঘোষিত খেলোয়াড়দের শর্তসাপেক্ষে ঘরোয়া লিগে খেলার সুযোগ করে দিতে পারবে সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ড।



মন্তব্য চালু নেই