ক্রিকেটার সাপুর জাদরানের উপর বন্দুকধারীর হামলা

আফগানিস্থানের ফাস্ট বোলার সাপুর জাদরান অজ্ঞাত নামক এক বন্দুকধারী হামলার শিকার হয়েছেন। শনিবার রাতে এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে দেশটির পত্রিকা খামা প্রেস।

সূত্র মতে জানা গিয়েছে আফগানিস্থানের রাজধানী কাবুলের বাগরামি শহর থেকে বাড়ি ফেরার সময় এই ঘটনার শিকার হন শাপুর। তবে সাপুরের সঙ্গে তার ভাইও ছিল বলে জানা গিয়েছে।

এদিকে এই হামলায় বড় কোন ক্ষতি হয়নি এই আফগান ফাস্ট বোলারের। ঘটনাস্থল থেকে সাপুর এবং তার ভাই পালাতে সক্ষম হন এবং এখন তারা নিরাপদে আছেন।

তবে এই প্রথম নয় এর আগেও সাপুরের উপর এমন ধরণের হামলা হয়েছিল বলেও জানা গিয়েছে। কিন্তু তাকে কেন বার বার এমন ধরণের হামলার মুখে পড়তে হচ্ছে সেই ব্যাপারে এখনও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।

আফগানিস্থান ক্রিকেট বোর্ড থেকে অবশ্য এখন পর্যন্ত ঘটনাটি নিয়ে কোন বিবৃতি আসেনি। পাশাপাশি কোন সন্ত্রাসী গ্রুপও এখনও হামলায় দায় শিকার করেনি।

সর্বশেষ ২০১৫ বিশ্বকাপে আফগানদের জার্সি গায়ে খেলেছিলেন এই ফাস্ট বোলার। দেশের হয়ে এখন পর্যন্ত ৩৯টি ওয়ানডে এবং ২৭টি টি-টুয়েন্টি খেলেছেন এই আফগান।



মন্তব্য চালু নেই