ক্রিকেটার শাহাদাতের বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

ক্রিকেটার শাহাদাৎ ও তার স্ত্রীর বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শাহাদাতের বাসার গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপি (১১) নিজে এ অভিযোগ করেছেন।
হ্যাপি বর্তমানে মিরপুর থানায় রয়েছেন। পুলিশ তাকে নির্যাতনের বিষয়ে আরো জিজ্ঞাসাবাদ করছে।
অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভুঁইয়া মাহবুব হাসান।
তিনি জানান, রোববার বিকেলে শাহাদাৎ মিরপুর থানায় একটি জিডি করেন; যাতে তিনি বলেন, তারা বাসার গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর রাত ৮টার দিকে মিরপুরের পল্লবী এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।
এরপর তাকে মিরপুর থানায় নিয়ে যাওয়া হলে সেখানে হ্যাপি অভিযোগ করেন শাহাদাতের বাসায় তার উপর নির্যাতন চালানো হতো।
মন্তব্য চালু নেই