ক্রিকেটার নূরুল হাসান নিষিদ্ধ

উদীয়মান ক্রিকেটার নূরুল হাসান সোহানকে ঢাকা প্রিমিয়ার লিগ থেকে নিষিদ্ধ করেছেন আদালত। প্রিমিয়ার লিগের দুই ক্লাব থেকে টাকা নেওয়ার অভিযোগে উইকেটরক্ষক এই ব্যাটসম্যানকে নিষিদ্ধ করেছেন আলাদাত।

যদিও নূরুল হাসান সোহানের দাবি সম্পূর্ণ নির্দোষ তিনি। অর্থ বিষয়ক সকল লেনদেন তিনি শেষ করেছেন।

এবারের লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন সোহান। প্রাইম ব্যাংক কর্তৃপক্ষ বলছে, সোহান কোন প্রতারণা করেননি কিংবা অন্য কোন ক্লাবের সঙ্গে চুক্তিও করেন নি।

সোহানের বিরুদ্ধে অভিযোগ এনে গত ৫ ডিসেম্বর হাইকোর্টে মামলা করেন লুৎফর রহমান বাদলের ক্লাব লিজেন্ডস অব রূপগঞ্জের যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম টিটু। ক্লাবটির কর্ণধার ও টিটুর অভিযোগ সময়মত টাকা ফেরত না দেওয়ায় এবং কথা দিয়ে কথা না রাখার অভিযোগে তারা মামলা করেন।

নিষিদ্ধ হওয়ার কারণে এবারের মৌসুমে আর খেলা হবে না সোহানের। যদিও বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অচিরেই এই সমস্যার সমাধান করা হবে।

উল্লেখ্য, এবারের লিগে ১১ ম্যাচে ১০ ইনিংসে ২২৮ রান করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।



মন্তব্য চালু নেই