ক্রিকেটারদের ‘ভ্রমণে’র ব্যাপারে কঠোর হচ্ছে বিসিবি
বিজ্ঞাপনের কাজে ক্রিকেটারদের ভ্রমণের ব্যাপারে কঠোর হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে বিসিবির টনক নড়ে। ওই কপ্টারে করে কক্সবাজারে শুটিংয়ে গিয়েছিলেন সাকিব। তাকে নামিয়ে ফেরার পথে সেটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে এক যাত্রী প্রাণ হারান।
বিসিবি সূত্রে জানা গেছে, কক্সবাজারে যাওয়ার ব্যাপারে বোর্ডকে কিছু জানাননি সাকিব। সংবাদ মাধ্যমে খবরটি চাউর হওয়ার পর বিসিবির নজর আসে।
‘বিসিবি আগে থেকে কিছুই জানতো না। তবুও আমরা দুর্ঘটনার পরপর বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করেছি।’ জানতে চাইলে বলেন বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী।
নিজাম বলেন, ‘ক্রিকেটাররা ঈদের ছুটিতে। বিসিবিও বন্ধ। আর সাকিব নিজে থেকেও আমাদের কিছু না জানিয়ে শুটিং করতে যান।’
‘ক্রিকেটারদের ভুলে গেলে চলবে না, তারা জাতীয় সম্পদ। চলাচলে তাদের আরো সতর্ক হতে হবে।’ বলেন নিজাম।
দুর্ঘটনার খবর শুনে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম সাকিবকে ফোন করেন। সাকিব তাকে জানান, তিনি ভালো আছেন।
বাংলাদেশে সম্প্রতি বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান হেলিকপ্টার ভাড়া দিচ্ছে। সাকিব আল হাসান নানা সময় যাতায়াতের জন্য হেলিকপ্টার ভাড়া নিয়ে থাকেন।
মন্তব্য চালু নেই