ক্যাসিয়াসকে দুষবেন না : নাদাল
লা লিগায় ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে শিরোপার লড়াই থেকে অনেকটাই ছিটকে পড়েছে রিয়াল মাদ্রিদ। আর রিয়ালের এই হারের জন্য গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে দুষছেন দলটির সমর্থকরা। তবে স্প্যানিশ গোলরক্ষকের পাশে দাঁড়িয়েছেন টেনিস তারকা রাফায়েল নাদাল।
শনিবার রিয়ালের মাঠে ভ্যালেন্সিয়ার দুটি গোলই আসে হেড থেকে। প্রথম গোলে ভ্যালেন্সিয়ার পাকো আলকাসেরের হেড অবশ্য ক্যাসিয়াসের হাতে লেগেছিল। কিন্তু বল আটকাতে পারেননি তিনি। পরের গোলটিতে জাভি ফুয়েগোর হেড ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারেননি ক্যাসিয়াস। রিয়ালের হারের জন্য ক্যাসিয়াসকে দোষারোপ না করার অনুরোধ জানিয়েছেন নাদাল। ১৪টি গ্র্যান্ডস্লাম জেতা টেনিস তারকা নাদাল বলেন, ‘গোল দুটির জন্য ইকারকে (ক্যাসিয়াস) দুষবেন না।’
ম্যাচে রিয়ালের সবচেয়ে বড় ভুলটি অবশ্য করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন এই পর্তুগিজ তারকা। রিয়াল সমর্থকরা হারের জন্য রোনালদোকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তবে এমনটা উচিত নয় বলে মন্তব্য করেছেন নাদাল, ‘ক্রিস্টিয়ানো রোনালদো, জিনেদিন জিদান, ইকার ক্যাসিয়াসের মতো খেলোয়াড়রা ক্লাবের জন্য অনেক কিছু করেছেন। তাদের কাউকেই বিদ্রূপ করা উচিত নয়।’
ভ্যালেন্সিয়ার সঙ্গে রিয়াল ড্র করায় লা লিগার শিরোপা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে বার্সেলোনা। লিগে বাকি দুই ম্যাচ থেকে আর মাত্র ৩ পয়েন্ট পেলেই শিরোপা ঘরে তুলবে মেসি-নেইমারদের দল। শিরোপার দ্বারপ্রান্তে থাকা বার্সাকে অভিনন্দন জানাতে ভুল করেননি স্প্যানিশ টেনিস তারকা নাদাল।
মন্তব্য চালু নেই