ক্যালিফোর্নিয়ায় ঘণ্টায় ন্যূনতম মজুরি ১৫ ডলার
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ঘণ্টা প্রতি ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৫ ডলার। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার আইন প্রণেতারা এই চুক্তিতে পৌঁছান এবং এটিকে সারা দেশে ছড়িয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আইন প্রণেতারা এটিকে ঐতিহাসিক অর্জন বলে দাবি করেন। তাদের মতে, এর ফলে অর্থাভাবে থাকা কয়েক লাখ পরিবার উপকৃত হবে।
কিন্তু এই আইনকে ‘অন্ধকার ঘরের চুক্তি’ অ্যাখ্যা দিয়ে কিছু আইনজীবী বলেন, ‘এর ফলে স্থানীয় চাকরির বাজার ক্ষতিগ্রস্থ হবে।’
যুক্তরাষ্ট্রে নুন্যতম মজুরি সাত দশমিক ২৫ ডলার। দীর্ঘদিন ধরে কংগ্রেসে এটিকে বাড়িয়ে দশ ডলার নির্ধারণের দাবি করে আসছে রিপাবলিকানরা।
এই চুক্তির ঘোষণা দিতে গিয়ে ক্যালিফোর্নিয়ার গর্ভনর জেরি ব্রাউন বলেন, ‘এটি অর্থনৈতিক রায়, সুতরাং অনেক হিসাব-নিকেশ করেই দিতে হয়। এর ফলে অর্থনীতিতে নমনীয়তা বাড়াতে হবে এবং বাজেটেও পরিবর্তন আনতে হবে।’
মন্তব্য চালু নেই