ক্যারিবীয়দের বিপক্ষে ইংল্যান্ডের সিরিজ জয়
ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে চার উইকেটে হারিয়ে এক সফরকারী ইংল্যান্ড। যার ফলে এক ম্যাচ হাতে রেখেই ২-০তে সিরিজ জিতে নিল তারা।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ক্যারিবীয়রা ইংল্যান্ডের সামনে ২২৫ রানের টার্গেট দিতে সক্ষম হয়। জবাবে ব্যাটিং করতে নেমে জো রুট ও ক্রিস ওকসের দুর্দান্ত ব্যাটিংয়ে ১০ বল বাকি থাকতেই জয় তুলে নেয় ইয়ন মরগান বাহিনী।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে জয়ের লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। কিন্তু ইংল্যান্ডের ব্যাটিং ভরসা জো রুটের ৯০ রানই ইংলিশদের পথ দেখায়। রুটকে যোগ্য সহযোগিতা করেন পেস বোলিং অলরাউন্ডার ওকস। তিনি ৬৮ রানে অপরাজিত থাকেন। এছাড়া ওপেনার জেসন রয় ৫২ রান করেন।
ক্যারিবীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট পান অ্যাসলে নার্স। আরেক স্পিনার দেবেন্দ্র বিশু দুটি উইকেট পান।
ক্যারিবীয়দের মধ্যে জেসন মোহাম্মদের হাফসেঞ্চুরি ও ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েটের ৪২ রানের সুবাদে দু’শর বেশি করতে পারে স্বাগতিকরা। জনসন কার্টার করেন ৩৯ রান।
লিয়াম প্ল্যাঙ্কেট নেন সর্বোচ্চ তিনটি উইকেট। এছাড়া দুটি করে উইকেট পান স্টিভেন ফিন ও আদিল রশিদ।
মন্তব্য চালু নেই