ক্যামেরার সামনে যৌনজীবন নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি কঙ্গনার

আগামী ২৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে কঙ্গনা রানাউত ও সইফ আলি খান অভিনীত ছবি ‘রঙ্গুন’। ছবির সং সিকোয়েন্সগুলি ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে, বিশেষ করে কঙ্গনা ও শাহিদের মিলনের দৃশ্যগুলি। কিন্তু ছবির কারণে নয়, এই মুহূর্তে কঙ্গনা শিরোনামে অন্য আর একটি কারণে। সম্প্রতি ‘কফি উইথ করণ’-এ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সইফ ও কঙ্গনা। এই শোয়ের ‘কফি শটস উইথ করণ’-এ বিস্ফোরক দু’টি স্বীকারোক্তি করেছেন কঙ্গনা ও সইফ।

এই রাউন্ডে কর্ণ জোহর যৌনতা বা যৌনজীবন সংক্রান্ত কিছু প্রশ্ন করেন এবং তার উত্তরটি হ্যাঁ বা না-এ দিতে হয় কফি শটস পান করতে করতে। কঙ্গনা জোহরের প্রশ্নের উত্তরে কঙ্গনা স্বীকার করেন যে সমকামী যৌনতার অভিজ্ঞতা তাঁর রয়েছে। অন্যদিকে অন্য একটি প্রশ্নের উত্তরে প্রকারান্তরে সইফও স্বীকার করে নেন যে তিনি একটি সম্পর্কে থেকেও অন্য নারীর সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছেন অর্থাৎ ঠকিয়েছেন তাঁর সঙ্গিনীকে।

সইফ ও কঙ্গনার এই এপিসোডটি খুব তাড়াতাড়িই টেলিকাস্ট করা হবে। তবে এই এপিসোডের শেষে একটা চমকও রয়েছে। হঠাৎই উপস্থিত হবেন শাহিদ। আসলে ‘রঙ্গুন’-এর প্রোমোশনেই এই এত আয়োজন।



মন্তব্য চালু নেই