ক্যামেরার সামনে পোশাক নিয়ে বিব্রত ইয়ামি! (ছবি ও ভিডিও দেখুন)

ইয়ামি গৌতম নামটি খুব পরিচিত এখন বলিউড পাড়ায় তাই নয় কি। সুন্দরী, আকর্ষণীয় কোন গুনটি নেই বলুন তো যা দেখে পরিচালকরা তার প্রতি আকৃষ্ট হবে না!
২৫ বছর বয়সী এই নায়িকা ইন্ডিয়ান,পাঞ্জাব,তামিল, তেলেগু সহ নানা ভাষায় ছবি করে ইতোমধ্যে বহুল পরিচিত হয়ে ওঠেছেন। সিনেমা বদ্ধারা বলিউডে তার ক্যারিয়ার বেশ উজ্জ্বলই দেখতে পাচ্ছেন।
সম্প্রতি একটি ইভেন্টে সাংবাদিকদের ক্যামেরার সামনে পোজ দিতে গিয়ে পোশাক খুলে যাচ্ছিল নায়িকা ইয়ামির। বারবার ঠিক করতে হচ্ছিল পোশাক। এবং সেই অবস্থাতেই ইন্টার্ভিউ চালিয়ে গিয়েছেন তিনি। যেখানে অনেক মিডিয়া ব্যক্তিত্ব উপস্থিত থাকলেও তাতে বিশেষ কিছু আসে যায়নি নায়িকার। বরং অকারনের পোশাকের স্পর্শ কাতর অংশ নিয়ে টানাটানি করছিলেন তিনি। কে জানে, হয়তো মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতেই!
প্রশ্ন হচ্ছে, যে পোশাক সামলাতে পারেন না, এমন পোশাক পরেন কেন বলিউড সেলেবরা?
https://www.youtube.com/watch?v=jCc7NNcGhK0

































মন্তব্য চালু নেই