ক্যাটের জন্য এক ট্রাক গোলাপ

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে এক ট্রাক গোলাপ ফুল উপহার দিয়ে চমকে দিয়েছেন অভিনেতা আদিত্য রয় কাপুর।

রবিবার (৭ ফেব্রুয়ারি) ছিল ‘হ্যাপি রোজ ডে’। এ দিন এক ট্রাক গোলাপ নিয়ে ক্যাটের সামনে হাজির হন আদিত্য। রোজ ডে’তে এত গোলাপ উপহার পেয়ে দারুণ আপ্লুত ক্যাট।

এ প্রসঙ্গে আদিত্য বলেন, ‘হঠাৎ করে মাথায় আইডিয়াটা আসে। এর পেছনে অন্য কোনো পরিকল্পনা নেই। শুধুমাত্র প্রিয় সহকর্মীকে চমকে দিতেই এই আয়োজন।’

এদিকে ক্যাটকে ফুল উপহার দেওয়ার বিষয়টি নিয়ে বলিউড পাড়ায় কানাঘুষা শুরু হয়েছে। মাত্র কয়েকদিন আগেই রণবীরের সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। কেউ কেউ মনে করছেন আদিত্যর সঙ্গে নতুন সম্পর্কে জড়াচ্ছেন ক্যাট।

অভিষেক কাপুর পরিচালিত ফিতুর চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে এ দু’জনের বন্ধুত্ব ঘনিষ্ঠতায় রূপ নেয়। ফিতুর সিনেমার প্রচারণার জন্য জয়পুর গিয়েছিলেন ক্যাট ও আদিত্য। সেখানেই ক্যাটকে চমকে দিয়ে ট্রাকভর্তি গোলাপ উপহার দেন আদিত্য।

ফিতুর সিনেমাটি চার্লস ডিকেন্সের ‘গ্রেট এক্সপেকটেশন’ উপন্যাসের আধুনিক সংস্করণ। সিনেমাটিতে ক্যাটরিনা কাইফ ও আদিত্য রয় কাপুর ছাড়াও অভিনয় করেছেন টাবু। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।



মন্তব্য চালু নেই